ছবি: সংগৃহীত
মঙ্গোলিয়া মাত্র ১০ রানে অলআউট। সেই রান টপকে নয় উইকেটে জিততে সিঙ্গাপুরকে খেলতে হয়েছে মাত্র পাঁচ বল। এই অত্যাশ্চর্য রেকর্ড হয়েছে টি ২০ ক্রিকেটে। বৃহস্পতিবার মালয়েশিয়ার বাঙ্গিতে টি ২০ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে এই বিরল ঘটনা ঘটে। টি ২০ ক্রিকেটে এর আগে ১০ রানে অলআউট হওয়ার ঘটনা মাত্র একবার ঘটেছে।
গত বছর ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান টপকে গিয়েছিল মাত্র দুই বলে। জিতেছিল ১১৮ বল বাকি থাকতে। টি ২০ ক্রিকেটে বলের নিরিখে সেটিই সবচেয় বড় জয়।
সিঙ্গাপুরের জয় দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে। মঙ্গোলিয়ার কোনো ব্যাটারই সিঙ্গাপুরের বোলার হর্ষ ভরদ্বাজের সামনে দাঁড়াতে পারেননি। তিনি চার ওভার বল করে তিন রানে ছয় উইকেট নেন। জবাবে সিঙ্গাপুরের মনপ্রীত সিং প্রথম বলেই আউট হয়ে যান। উইলিয়াম সিম্পসন দুই বলে ছয় এবং রাউল শর্মা দুই বলে সাত রানে অপরাজিত থাকেন।