রমিজ রাজার হাস্যকর কথা
‘রোনাল্ডোর খাবার ঠিক করে দেন নাসার বিজ্ঞানী’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
আজগুবি সব মন্তব্য করতে জুড়ি নেই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। হাসান রাজা, আব্দুল রাজ্জাকরা বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হয়েছেন। তালিকায় নতুন সংযোজন রমিজ রাজা। তিনি দাবি করেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী খাবেন, সেটা নাকি ঠিক করে দেন নাসার এক বিজ্ঞানী।
পাকিস্তানের এক টিভি চ্যানেলে এই মন্তব্য করেছেন রমিজ। সম্ভবত ক্রিকেটারদের পুষ্টিসংক্রান্ত কোনো বিষয়ে কথা বলছিলেন তিনি। তার বক্তব্যের একটি ছোট অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘রোনাল্ডোর কথাই ধরুন। ওর যে ডায়েট প্ল্যান, সেটা তৈরি করে দেন নাসার এক বিজ্ঞানী।’
আরও পড়ুন: ফুটবলাররাই জানেন না ফুটবলের নিয়ম!
রমিজের এ কথার ভিডিও ছড়িয়ে পড়ামাত্র ভাইরাল হয়েছে। অনেকেই তার অবাস্তব কথায় মজা পেয়েছেন। নাসার বিজ্ঞানী কী করে একজন ক্রীড়াবিদের ‘ডায়েট প্ল্যান’ তৈরি করে দিতে পারেন, সেটা নিয়েই চর্চা হচ্ছে। অনেকে আবার বলছেন, দেশের সাবেক ক্রিকেটার এবং সাবেক বোর্ড চেয়ারম্যানই যদি এমন কথা বলেন, তাহলে ক্রিকেটারদের ডায়েটের কী অবস্থা, বিলক্ষণ তা বোঝা যাচ্ছে।
ক্রিকেটে বিরাট কোহলির মতো ফুটবলে রোনাল্ডো ফিটনেসের আদর্শ উদাহরণ। নিজেকে ফিট রাখার জন্য তিনি অসম্ভব পরিশ্রম করেন। খাবার-দাবারের ব্যাপারেও সচেতন। হয়তো রোনাল্ডোকে দেখে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস শেখার পরামর্শ দিতে গিয়েছিলেন রমিজ রাজা। তাতেই ভুল করে ফেলেছেন তিনি।