Logo
Logo
×

খেলা

লর্ডস টেস্ট

স্পিনারবিহীন ইংল্যান্ড লায়নের অন্যরকম সেঞ্চুরি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্পিনারবিহীন ইংল্যান্ড লায়নের অন্যরকম সেঞ্চুরি

ইংল্যান্ডের আগ্রাসী বাজবলের জবাবে প্রথাগত ক্রিকেট খেলে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট দুই উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। তবে তাতে দমে যায়নি ইংল্যান্ড।

আজ লর্ডসে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার হুংকার দেওয়া হচ্ছে স্বাগতিক শিবির থেকে। কাল ঘোষিত ইংল্যান্ডের একাদশেও তার স্পষ্ট প্রতিফলন। গতির ঝড়ে অস্ট্রেলিয়াকে বশ মানাতে লর্ডসে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই নামছে বেন স্টোকসের দল।

প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশে একমাত্র স্পিনার ছিলেন মঈন আলী। ডান হাতের তর্জনীতে চোট পাওয়ায় মঈনের বিকল্প হিসাবে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় তরুণ লেগ-স্পিনার রেহান আহমেদকে। কিন্তু শেষ পর্যন্ত মঈনের জায়গায় একদশে সুযোগ পেলেন পেসার জশ টাং।

এ মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন টাং। অধিনায়ক স্টোকসসহ মোট পাঁচ পেসার নিয়ে সিরিজে সমতা ফেরানোর অভিযানে নামছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়াও নিজেদের দর্শনে অটল থাকার ঘোষণা দিয়েছে। লর্ডসে বোল্যান্ডের জায়গায় তারা খেলাতে পারে আরেক পেসার মিচেল স্টার্ককে। তবে এই ম্যাচ নিয়ে অন্যদের চেয়ে একটু বেশি রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার ও প্রথম বোলার হিসাবে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন লায়ন। সব মিলিয়ে এটি হবে তার ১২২তম টেস্ট। লায়নের আগে টানা ১০০ টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে শুধু অ্যালিস্টার কুক, অ্যালান বোর্ডার, মার্ক ওয়াহ, সুনীল গাভাস্কার ও ব্রেন্ডন ম্যাককালামের। লায়ন দাঁড়িয়ে আরেকটি কীর্তির সামনেও। লর্ডসে আর পাঁচ উইকেট পেলেই টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম