Logo
Logo
×

খেলা

সাফের আলোচনায় ফের ক্লাব কাপ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফের আলোচনায় ফের ক্লাব কাপ

দক্ষিণ এশিয়ার ক্লাবগুলোকে নিয়ে দীর্ঘ দিন ধরেই সাফ ক্লাব কাপ আয়োজন করার কথা বলে আসছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। এতদিন তা আলোর মুখ দেখেনি। আবার সেই ক্লাব কাপ নিয়ে সরব হয়েছেন সাফ কর্তারা। শনিবার ঢাকার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় সাফের কংগ্রেস। সেখানেই সাত দেশের ঘরোয়া সূচি, স্পন্সরসহ নানা বিষয়ে জটিলতার কথা উঠে আসে।

সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘মার্কেটিং প্রতিষ্ঠান আগামী বছর থেকে সাফ ক্লাব কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। আগামী তিন মাস তারা এ নিয়ে কাজ করবে। এরপর আমরা সভার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেব।’

আগামী মাসে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। এখন পর্যন্ত সাতটি দলের (কুয়েতসহ) অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। কালকের সভায় টুর্নামেন্টের ড্রয়ের দিনক্ষণ ১২ মে থেকে পিছিয়ে ২১ মে করা হয়েছে।

অষ্টম দলের জন্য ১৫ মে পর্যন্ত চেষ্টা করা হবে। কংগ্রেসে অনুপস্থিত ছিল মালদ্বীপ ও পাকিস্তান। ভিসা জটিলতার জন্য পাকিস্তান এবং অন্য কারণে মালদ্বীপের ডেলিগেটসরা আসেননি। কংগ্রেসে অডিট রিপোর্ট ও বাজেট অনুমোদন হয়েছে সাফের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম