সালাউদ্দিন-সালামের পদত্যাগ দাবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![সালাউদ্দিন-সালামের পদত্যাগ দাবি](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/27/image-668832-1682569147.jpg)
দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। টাকা নেই দাবি করে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে পাঠানো হয়নি সাবিনাদের। টালমাটাল ফুটবল। এবার নড়েচড়ে বসেছেন সাবেক তারকা ফুটবলাররা। দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া বাফুফের কর্তাদের ওপর চটেছেন তারা। জাতীয় দলের সাবেক কয়েকজন তারকা ফুটবলার বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাতে ফুটবলের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়ে সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফারের নেতৃত্বে তারা একটি স্মারকলিপি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে।
গোলাম সারোয়ার টিপু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, হাসানুজ্জামান খান বাবলু, কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিক, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শেখ আসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর পদত্যাগ দাবি করা হয়েছে।
তাদের মতে, আর্থিক অনিয়মের দায়ে সাধারণ সম্পাদক আবু নাঈমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই দায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী কোনোভাবেই এড়াতে পারেন না। সাবেক ফুটবলারদের দৃষ্টিতে, সভাপতি শাসিত ফেডারেশনে সব কিছুর দায় সালাউদ্দিনকে নিতে হবে। মাঠে ও প্রশাসনে ব্যর্থতার ফলে দেশের ভাবমূর্তি সংকটে ফেলার দায়ে সালাউদ্দিনেরও পদত্যাগ চেয়েছেন তারা। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাবেক তারকা ফুটবলার
আবদুল গাফফার বলেন, ‘সাবেক ফুটবলার হিসাবে দেশ ও জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি।’
জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ফুটবলার ও সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল বলেন, ‘বাফুফের বর্তমান কমিটি ফুটবলপ্রেমীদের আস্থা হারিয়েছে। ফুটবলের স্বার্থে বাফুফে সভাপতি ও সিনিয়র সহসভাপতির পদত্যাগ করা উচিত।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাবেক তারকাদের সঙ্গে সাক্ষাতের পর বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের প্রিয় খেলা। সাম্প্রতিক বিষয় নিয়ে সবাই আলোচনা করছেন। সাবেক তারকা ফুটবলার ও অধিনায়করা তাদের পর্যবেক্ষণ ও মতামত নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।’
তিনি যোগ করেন, ‘সংসদীয় কমিটি থেকে তদন্তের নিদের্শনা ছিল। আবার ফিফারও একটি নির্দেশনা রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে পদক্ষেপ গ্রহণ করব। ব্যক্তির জন্য দেশ যাতে সমস্যায় না পড়ে এ বিষয়টি ভেবেই আমরা কাজ করব।’