Logo
Logo
×

খেলা

আর্সেনালের হোঁচট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্সেনালের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল আর্সেনাল। রোববার ওয়েস্ট হামের মাঠে গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ডের গোলে ১০ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গানাররা। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের জন্য যা অনেক বড় ধাক্কা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে এখন মাত্র চার পয়েন্টে এগিয়ে তারা।

এদিকে লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনাও কাল হেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুঁইয়েছে। আগের দিন ফরাসি লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে পিএসজির কাছে পাত্তাই পায়নি লাঁস। শনিবার ঘরের মাঠে ১০ জনের লাঁসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি।

৩১ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২, সমান ম্যাচে লাঁসের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ১৯ মিনিটে আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লাঁস মিডফিল্ডার আবদুল সামেদ। এরপর ১০ মিনিটের ঝড়ে জয় নিশ্চিত করে ফেলে পিএসজি। ৩১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেওয়ার পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। ৪০ মিনিটে এমবাপ্পের সহায়তায় ব্যবধান ৩-০ করেন লিওনেল মেসি। এই গোলের সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে স্পর্শ করেছেন মেসি। দুজনেরই গোল ৪৯৫টি করে। সৌদি আরবে পাড়ি জমানো রোনাল্ডোকে ছাড়িয়ে যাওয়া

মেসির জন্য এখন শুধুই সময়ের ব্যাপার। একই দিনে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে কাদিজকে। আক্রমণের তোড়ে মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি শটের রেকর্ড গড়লেও দুটির বেশি গোল পায়নি রিয়াল। ৭২ মিনিটে কাদিজের প্রতিরোধ ভেঙে রিয়ালকে এগিয়ে দেন নাচো। চার মিনিট পর দ্বিতীয় গোলটি করেন আসেনসিও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম