দীর্ঘ খরা, কারণ খুঁজছেন সিদ্দিকুর নিজেও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০১০ সালে ব্রুনেইয়ে প্রথম এশিয়ান ট্যুর জিতেছিলেন। তিন বছর পর দিল্লিতে দ্বিতীয় ও শেষটি। এরপর খরা। এশিয়ান ট্যুর শিরোপার দেখা আর মেলেনি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। এশিয়ান ট্যুর খেলেছেন। শিরোপার কাছেও গেছেন। কিন্তু শেষ রাউন্ডে গিয়ে আর পারেননি। কেন এমনটা হচ্ছে? কারণ কী? এমন পারফরম্যান্সের কারণ খুঁজছেন সিদ্দিকুর নিজেও। তার কথায়, ‘অনেকদিন ধরে এশিয়ান ট্যুরে শিরোপার দেখা পাচ্ছি না। কাছে গিয়েও ফিরতে হচ্ছে হতাশ হয়ে। এর কারণ খুঁজে পাচ্ছি না আমি। এটা নিয়েই এখন কাজ করছি।’
২০১৩ সালে সবশেষ এশিয়ান ট্যুর জেতার পর অনেকগুলো এশিয়ান ট্যুরে খেলেছেন সিদ্দিকুর। বগি, বার্ডি, পার, হোল খেলে শিরোপার কাছে গেলেও শেষ রাউন্ডে হতাশ হতে হয়েছে তাকে। গত ৯-১২ মার্চ থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজের তৃতীয় রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ ও শেষ রাউন্ডে পিছিয়ে পড়ে যুগ্মভাবে ২৭তম হন। এ নিয়ে তার আফসোস কম নয়। ২৩-২৬ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত মাস্টার্স কার্ড এশিয়ান ট্যুরে যুগ্মভাবে ৫২তম হয়েছেন সিদ্দিকুর।
কেন এমনটা হচ্ছে বুঝে উঠতে পারছেন না সিদ্দিকুর। তিনি বলেন, ‘আমি নিজেও এর কারণ জানি না। মনোবিদের সঙ্গে কথা হচ্ছে। শিগগিরই এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।’ সিদ্দিকুর দীর্ঘ খরা কাটাতে চান ভিয়েতনামে। ১৩-১৬ এপ্রিল ভিয়েতনামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সিরিজ। এই ট্যুরকে তৃতীয় শিরোপা জেতার জন্য পাখির চোখ করছেন সিদ্দিকুর।