Logo
Logo
×

খেলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান

পাকিস্তান তাদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে বাংলাদেশে। গোটা বিষয়টা যদিও আলোচনার পর্যায়ে রয়েছে। বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সম্পর্কের জেরে গত সপ্তাহে আইসিসির সভায় পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এক্ষেত্রে এশিয়া কাপকে অনুসরণ করতে পারে আইসিসি। পাকিস্তান আয়োজন করবে এশিয়া কাপের। কিন্তু ভারত এশিয়া কাপে নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

একথা মাথায় রেখে দুবাইয়ে আইসিসির সভায় আলোচনা হয় যে, এশিয়া কাপের ম্যাচ ভারত যদি নিরপেক্ষ ভেন্যুতে খেলে, তাহলে বিশ্বকাপের ম্যাচ পাকিস্তানও খেলতে পারে অন্য কোনো দেশে। সেই দেশটি হতে পারে বাংলাদেশ। তবে এ ব্যাপারে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি রয়েছে আলোচনার পর্যায়ে।

বাংলাদেশ পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম