
প্রিন্ট: ০৫ মার্চ ২০২৫, ০২:১৬ এএম
বাংলাদেশের ব্রোঞ্জ জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী দুই বিভাগেই ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের আসামের গুয়াহাটির বকসা জেলার তামুলপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ পুরুষ দল ৩৫-৩৭ পয়েন্টে নেপালের কাছে হেরে তৃতীয় হয়।
রেফারির বিরুদ্ধে অভিযোগ করে গুয়াহাটি থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে রেফারি একতরফা বাঁশি বাজিয়েছেন।’
মেয়েদের বিভাগেও তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। পুরুষ ও নারী দুই বিভাগেই ভারত চ্যাম্পিয়ন ও নেপাল রানার্সআপ হয়।