
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম
রোনাল্ডোর ৪০০ জয় মেসির ৬০০ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসিকে অসহায় দর্শক বানিয়ে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচটা ৩-০ গোলে জিতেছিল জুভেন্টাস। এবার লিগ ফুটবলে নিজ নিজ দলকে জিতিয়ে পাদপ্রদীপের আলো ভাগাভাগি করে নিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার লা লিগায় বার্সেলোনাকে জয়ের ধারায় ফিরিয়েছেন মেসি। ঘরের মাঠে লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ৭৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মেসি।
ওদিকে সেরি-এ লিগে রোনাল্ডোর জোড়া গোলে জেনোয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। শেষ ১২ মিনিটে আবারও পেনাল্টি থেকে দুই গোল করে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড। জুভেন্টাসের জার্সিতে এটি ছিল রোনাল্ডোর শততম ম্যাচ। ১০০ ম্যাচে তিনি করেছেন ৭৯ গোল। এছাড়া একুশ শতকে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে লিগ ফুটবলে ৪০০ জয়ের অনন্য মাইলফলক ছুঁয়েছেন রোনাল্ডো। ৩৬৫ জয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। গত পরশু রাতে মেসিও একটি কীর্তি গড়েছেন। বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে ছুঁয়েছেন ৬০০ গোলের মাইলফলক। ইউরোপের নির্দিষ্ট কোনো ক্লাবের ১০ নম্বর জার্সি গায়ে এর আগে ৬০০ গোল করতে পারেননি কেউ। বার্সার হয়ে মেসি তার বাকি ৪২ গোল করেছেন ৩০ ও ১৯ নম্বর জার্সিতে। সামনে আরেকটি মাইলফলকের হাতছানি। লা লিগায় ৪৫০ গোলের মাইলফলক ছুঁতে আর একটি গোল দরকার মেসির। শিরোপা দৌড়ে অবশ্য অনেক পিছিয়ে তার দল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার আট নম্বরে বার্সা। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সেরি-এ লিগের চারে জুভেন্টাস। পারমার সঙ্গে ২-২ গোলে ড্র করেও ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।