
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
ভাষার মাসে

কামরুল ইসলাম
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
তোমার সকল প্রবঞ্চনা বর্ণমালায় শব্দদূষণ
চিত্রকল্প ভেঙে পড়ে
মিথ্যে মনে তুমি যখন আকাশ দেখ
বর্ণমালায়, শব্দে বাক্যে-
তোমার যত অনুভূতি
ভাষার মাসে শুধরে নাও কবিতায় এই মিনতি।