Logo
Logo
×

একুশের বিশেষ আয়োজন

একুশ আমার অহংকার

Icon

শাহাজাদা বসুনিয়া

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রত্যুষে উঠে শুধু মনে মনে বলি

সময় কি শেষ হলো, আর কতটুকু বাকি?

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো,

বিদেহী আত্মার অদৃশ্য আহ্বানে

জেগে ওঠে মন নিশীথ রাতে;

একটি ফুল, দাম বেশি নয়,

শাহবাগ চত্বরে গিয়ে আনি ফুল;

ফুলে ফুলে শোভিত হয় শহিদ মিনার

গর্জে ওঠে বাংলাদেশ, একুশ আমার অহংকার।

কড়া প্রটোকল, উচ্চপদস্থ কর্তারা দিলো হুংকার

বেটি ভিক্ষারিণী হাতে ফুল নিয়ে ক্ষোভে বলে,

মাতৃভাষা আমার অহংকার,

একুশ সবার, ফুল দিবো শেষে

তবুও শোভিত হোক শহিদ মিনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম