অ-তে অজগর নাকি অতিথি
কোনটা বলব আজ?
লিটফেস্ট লিটফেস্ট করো না
এসেছে অতিথি সেজে অজগর।
এ এক আজব সরীসৃপ, বর্ধমান হাউসের ছায়ায় বসেছে
দর্শনীর বিনিময়ে দেখতে যাচ্ছে লোক!
ওহে বাংলাভাষার কবি, হায়া বলে কিছু নেই তোর?
লিটফেস্ট থেকে ফিরে দোয়েল পাখিটি দেখে বলে উঠলি-
‘ম্যাক পাই’ ঘুঘু দেখে ডোব;
চিল যে কখন কাইট হয়ে গেছে তুমি তা বুঝতেও পারনি।
এইসব খেলা যে না বোঝে তার প্রতি ধিক শতধিক-
শিরে তার পড়ুক লানত।
দেখ, ওই দূর গ্রামে ছায়াচ্ছন্ন বাঁশঝাড়ে
মোরগের ছানা কক্ কক্ করে ডেকে উঠছে
ওরাও বুঝতে পেরেছে
ভাষোদর সরীসৃপ পাইথন বাংলার মাটিতে এসেছে।
বহেড়ার ডালে বসে কৌতূহলী কাক
তার স্বরে বলছে, দ্যাখো দ্যাখো ভাষা ভুক কাকোদর দ্যাখো!
শোন মন, লিটফেস্ট লিটফেস্ট করো না
অতিথি সে নয়, ও তো অজগর
অ্যানাকোন্ডা হওয়ার আগেই ওকে ধরে ফেলি।