
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৭ এএম

অলিদুর রহমান অলি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গাজীপুর মহানগরীর গাছা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে টঙ্গীস্থ বড় দেওড়া মিত্তিবাড়ী এলাকার আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে গাজীপুর মহানগর স্বজন সমাবেশের সভাপতি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় যুগান্তর রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সামাদ, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী থানা প্রেস ক্লাবের আহ্বায়ক এসএম মনির উদ্দিন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, দৈনিক যুগান্তর গাছা প্রতিনিধি এমআর নাসির, সাংবাদিক মোস্তফা আমির ফয়সল, বিএনপি নেতা ইউসুফ আলী সরকার। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।