Logo
Logo
×

স্বজন সমাবেশ

পুবাইলে রজতজয়ন্তী উদযাপন

Icon

রফিকুল ইসলাম

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১ ফেব্রুয়ারি ‘সত্যের সন্ধানে নির্ভীক’ পাঠকের অন্তরজুড়ে যুগান্তর, এ শপথ নিয়ে যাত্রা শুরু হয় দৈনিক যুগান্তরের। স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে যে দৈনিক যুগান্তর সৃষ্টি করেছিলেন, তা আজ শত শত শাখা-প্রশাখায় পল্লবিত হয়ে ধ্রুব তারার মতো জেগে উঠেছে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অদম্য সাহসী অবিচল নির্ভীক। সত্যের সন্ধানের পাশাপাশি কাজ করে যাচ্ছে দেশের অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য।

এবার হাঁটি হাঁটি পা পা করে এক এক করে ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল দৈনিক যুগান্তর। দিনটিকে স্মরণীয় করে রাখতে গাজীপুর সিটির পুবাইল মেট্রোপলিটন থানা এলাকায় পুবাইল প্রেস ক্লাব ও পুবাইল স্বজন সমাবেশের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজনে করা হয়। গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়ার পুবাইল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় মিলনায়তনে এ আয়োজন কর্মসূচিতে ছিল কুরআন পাঠ, আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ।

আলোচকরা বলেন, আর্তমানবতার সেবা, সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়ম-দুর্নীতির অসংগতিপূর্ণ দিক ও সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে সততার সঙ্গে সত্যিকারভাবে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে যুগান্তর; যা সারা দেশে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে পুবাইলে অসহায় পরিবার ও মানুষের পাশে দাঁড়িয়েছে পুবাইল যুগান্তর স্বজন সমাবেশ। তারা বিগত বন্যায় চার ট্রাক খাদ্যসামগ্রী ফেনীতে বন্যার্তের মাঝে বিতরণ করেছে। পুবাইলে ফলদগাছের চারা বিতরণসহ ক্যানসারে আক্রান্ত পুবাইল স্কুলের শিক্ষার্থীকে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। পুবাইল উচ্চবিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বেতন, বই-খাতাসহ মেধাবীদের পুরস্কৃত করেছে। এ ছাড়া পুবাইল এলাকার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোতে খেলার সামগ্রী বিতরণ করে আসছেন। এমন ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ পুবাইলের স্বজনরা দেশের সেরা সংগঠনের দশে জায়গা করে নিয়েছে। রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন পুবাইল মেট্রোপলিটন থানা অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম। পুবাইল স্বজনের সভাপতি সাহেদ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুবাইল স্বজনের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি মুহাম্মদ আখতার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন স্বজনের কেন্দ্রীয় সদস্য ও টঙ্গী স্বজনের সভাপতি অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর স্বজনের সভাপতি আমান উল্লাহ আমান, সহসভাপতি সাইদুল ইসলাম খোকন, যুগান্তর গাছা থানা প্রতিনিধি এমএ নাসির, পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, মর্নিং পোস্টের বিশেষ প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া, দৈনিক দেশ বর্তমানের জহিরুল ইসলাম লিটন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য অনিক ভুঁইয়া। বিশিষ্ট সমাজসেবক ও আলফা কেমিক্যাল কোম্পানির মালিক শেখ ইকবাল হোসেন আশিক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পুবাইল স্বজনের উপদেষ্টা মামুন মিয়া, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, স্বজন সদস্য ও পুবাইল প্রেস ক্লাবের সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম