Logo
Logo
×

স্বজন সমাবেশ

রাঙ্গুনিয়ায় পূর্ণাঙ্গ কমিটি

Icon

আব্বাস হোসাইন আফতাব

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের সংগঠন স্বজন সমাবেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করেন রাঙ্গুনিয়া স্বজনের সমন্বয়ক ও যুগান্তর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব। এর আগে ১ ফেব্রুয়ারি বিকালে রাঙ্গুনিয়া থানা সদরের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া স্বজনের আহ্বায়ক সনজীব সুশীল। সভায় সর্বসম্মতিক্রমে সনজীব সুশীলকে সভাপতি ও রবিউল মোস্তফা মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন-সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, জাহেদুর রহমান, শহীদুল্লাহ কায়সার, সুবর্ণা বড়ুয়া, কেএম কুতুবুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির মোরশেদ, মোহাম্মদ ইদ্রিস, ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সেতুল মির্জা, সহসাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক মোরশেদুর রহমান, সহঅর্থ সম্পাদক মুবিন উদ্দীন, প্রচার সম্পাদক তাহসান খাঁন ইমন, সহপ্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, দপ্তরবিষয়ক সম্পাদক নাজমুল করিম ফরহাদ, সহদপ্তর সম্পাদক নাজমুল আবিদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রানা বড়ুয়া, সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অর্ণব মল্লিক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম আর আই রাকিব, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক দিদার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক মুবিন উদ্দিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছফুর মিয়া, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক শিম্পু বড়ুয়া, সহস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক সৌরভ সাহা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৌমিত্র প্রসাদ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ্জাহান শাওয়াল, বিজ্ঞান ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দুল ফাহিম, সাহিত্যবিষয়ক সম্পাদক সানজিদা আকতার লিজা, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক জান্নাতুল তামান্না, সহপাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক সাদিয়া সেলিম, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় বড়ুয়া, প্রকাশনাবিষয়ক সম্পাদক নেজামুল হক সাইম, সহপ্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইরফান হাসান, নারীবিষয়ক সম্পাদক কাজী আয়েশা আরেফিন, সহ-নারীবিষয়ক সম্পাদক সায়মা আলম, পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসের, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইয়াসিরুল আলম, কার্যনির্বাহী সদস্য সুদীপ বড়ুয়া, আবদুল কাদের, বেলাল শেখ , রাকিবুল ইসলাম, বেলাল হোসেন সজীব, অভ্র বড়ুয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম