Logo
Logo
×

স্বজন সমাবেশ

বিজয়নগরে পিঠা উৎসবে স্বজনরা

Icon

এস এম কামরুল হাসান শান্ত

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে তৃতীয়বারের মতো পিঠা উৎসবে বাহারি পিঠা নিয়ে স্বজনরা স্টল নিয়েছিল। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। উৎসবে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা, বুধন্তী মডেল স্কুল, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনসহ বেশ কিছু স্টল অংশগ্রহণ করে। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠাপুলির সুবাস’ প্রতিপাদ্যে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশের প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্ত ও স্বজন সমাবেশের সহসভাপতি মোঃ আজিজুল ইসলাম আসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহসভাপতি মো. শাহ্ আলম। এতে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এ কে আজাদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ শফিক রায়হান শ্রাবণ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বিএনপির নেতা মোঃ আবুল কাশেম, সাবেক সহকারী শিক্ষা অফিসার মোঃ কুতব উল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এ বি এম মোরশেদ কামাল, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপদেষ্টা মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত, বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল মিয়া, উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, স্বজন সমাবেশ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কামরুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। পিঠা উৎসবে প্রথম হয়েছে বুধন্তী মডেল স্কুল, দ্বিতীয় বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, তৃতীয় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম