Logo
Logo
×

স্বজন সমাবেশ

রফিকুল হক দাদুভাইয়ের ৮৯তম জন্মদিন উদযাপন

Icon

সায়কা বানু

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তরের সাবেক ফিচার এডিটর, জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক রফিকুল হক দাদুভাইয়ের ৮৯তম জন্মদিন উদযাপন করেছে পুরান ঢাকার স্বজনরা।

১৯ জানুয়ারি সকালে পুরান ঢাকার গেণ্ডারিয়ার এডুকো ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে আগত অতিথিরা বলেন, ‘রফিকুল হক দাদুভাইয়ের মতো ক্ষণজন্মা পুরুষ বাংলা সাহিত্যে শত বছরে একজনই জন্মগ্রহণ করেন। তিনি আজীবন শিশু-কিশোরদের নিয়ে কাজ করে গেছেন। তিনি বাংলা সাহিত্যকে, বিশেষ করে শিশু সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সংগঠক ও সাহিত্যিক। রফিকুল হক দাদুভাই আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন।’

যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার সভাপতি সায়কা বানুর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকা স্বজন সমাবেশের উপদেষ্টা ও ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির সদস্য, কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ওবায়দুল হক পাটোয়ারী, ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সিএম শাকিল, আইন সম্পাদক অ্যাডভোকেট হিতৈষী নদী, সহসভাপতি হাজী মো. ইকবাল আহমেদসহ স্কুলের শিক্ষকরা।

অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি করেন এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা। সেখান থেকে ২০ জনকে রফিকুল হক দাদুভাইয়ের লেখা বই উপহার দেওয়া হয়। পরে অতিথি ও শিক্ষার্থীরা মিলে জন্মদিনের কেক কাটেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম