Logo
Logo
×

স্বজন সমাবেশ

জনসচেতনতায় টঙ্গীর স্বজন

Icon

অলিদুর রহমান অলি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটেছে, যা কাম্য ছিল না। আমাদের দেশে ছাত্রছাত্রীরা বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল, ঠিক সেভাবে বর্তমান বাংলাদেশকে সভ্য ও সুন্দরভাবে সাজিয়ে তুলতে একজোট হয়ে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। তেমনি একজন শিক্ষার্থী আমাদের টঙ্গী শাখার স্বজন খাদিজা আক্তার মৌমি। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে গাছা থানার আওতাধীন গাজীপুর হাইওয়ে রোডের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন। এ প্রখর রোদ আর বৃষ্টি তাকে থামাতে পারেনি। সব বাধা উপেক্ষা করে গাজীপুরকে পরিচ্ছন্ন ও জ্যামমুক্ত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে আমাদের এ স্বজন। শুধু বর্তমান পরিস্থিতিতে নয়, অনেক আগে থেকেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের যে কোনো প্রয়োজনে কাজ করে এসেছে আমাদের এ স্বজন। বর্তমানে সে গাছা থানার আওতাধীন বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে এবং হাইওয়ে রোডের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। খাদিজা আক্তার মৌমির মতো তরুণ প্রাণের হাতেই সূচনা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের।

সভাপতি, স্বজন সমাবেশ, টঙ্গী শাখা

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম