Logo
Logo
×

স্বজন সমাবেশ

সফল স্বজন

বিশ্বব্যাপী কৃষি উন্নয়নে স্বজন

Icon

জোবায়ের জাবের

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী কৃষি উন্নয়নে স্বজন

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগান্তর স্বজন সমাবেশের সাবেক সভাপতি ড. দ্বীন মোহাম্মদ দীপু এখন বিশ্বব্যাপী কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। তার কৃষি গবেষণা এখন দুনিয়াব্যাপী সমাদৃত। ড. দীপু দক্ষিণ কুরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কৃষি বিজ্ঞানের ওপর ডক্টর অব ফিলোশপি অর্জন করে বর্তমানে সেখানেই পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে নিয়োজিত আছেন। তার গবেষণাকালে তিনি জবা ও লিলি ফুলের নতুন জাত উদ্ভাবন করেন। বর্তমানে তিনি বীজহীন তরমুজের জাত উদ্ভাবনে গবেষণা করছেন। তার গবেষণা কর্মের ওপর এখন পর্যন্ত ২৫টি গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। যার সাইটেশন ১০০-এরও বেশি।

সুনামগঞ্জের দিরাইয়ের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান দীপু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ থেকে স্নাতক ও উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি হিসাবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় যুগান্তর স্বজনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সচেতন করার জন্য কৃষিবিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম