
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছে তারাই এখন প্রার্থী ঘোষণা করছে-এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের উদ্দেশে তিনি বলেন, সবার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কী দেখছি। মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রার্থী ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়, বিএনপি তো এটি করছে না।
রোববার রাতে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভাচ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি বিষয় নয়, যে এতটুকু আসলে, এতটুকু হলে হল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে, নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে। কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়মত।
তিনি বলেন, আমরা অনেককেই দেখছি বলছে, মুখে আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না। বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, যা বিএনপি করে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে, যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুক্রে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, গায়বি মামলার জর্জরিত তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল। তারা বিএনপির নেতাকর্মীর মতো কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে? কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে? কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুরঘুর করতে হয়েছে।