
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫১ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাড়িতে সোমবার ভোরে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাজিমউদ্দিন রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান বলেন, ভবনটির দোতলা ও চারতলা থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এদিকে সোমবার দুপুরে ঢামেক বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, আহতদের চিকিৎসা চলছে। ভর্তি ১১ জনের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।