
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুর মোহাম্মদ বাঙ্গী (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালের ৬০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নূর মোহাম্মদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফরগাঁও গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তার হাজতি নম্বর ১৩৪৫০/২৫।
কারারক্ষী রোকনুজ্জামান জানান, ৩ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে নুর মোহাম্মদকে ঢাকা মেডিকেলে এনে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।