
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ এএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামে সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, পূর্বশক্রতার জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
শাহমুল্লুকদী গ্রামের আবু ফয়সাল মোল্লা বলেন, আমাদের গ্রামের বেলায়েত মুন্সির ছেলে আরিফ মুন্সি ইয়াবা সেবন ও বিক্রি করে। আমার ভাই মনি মোল্লা তাকে এ কাজ করতে নিষেধ করে। এর জেরে সোমবার রাতে মনিকে ইয়াবা বিক্রেতা আরিফ, রুবেল, ইমরান, বেলায়েত, শাখাওয়াতসহ কয়েকজন কুপিয়ে জখম করে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এ ঘটনার জেরে বুধবার বিকাল থেকে মনির বাবা টুকু মোল্লা ও আরিফের দলের শাফি মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
টুকু মোল্লা বলেন, তারা হামলা চালিয়ে আমার দলের ১০-১৫ জন লোককে আহত করেছে। শাফি মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে টুকু মোল্লার সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। তারা হামলা চালিয়ে আমার দলের ১০-১২ জনকে আহত করেছে।