
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ এএম

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঈদের ছুটিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ফারুক হোসেন নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ ওই কলেজছাত্র নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিখোঁজ ফারুকের বন্ধু আফনান ইসলাম বলেন, সানারপাড় এলাকার ২২ সদস্য মিলে ঈদ উপলক্ষ্যে ঘুরতে আসি। ফারুক ফ্রেশ হওয়ার কথা বলে নদীতে নেমে তলিয়ে যায়। সবাই খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিই।