Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মানবাধিকার কাউন্সিলের অধিবেশন

জুলাই গণহত্যা তুলে ধরবেন তুর্ক

Icon

বাসস

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধবিষয়ক প্রতিবেদনটি মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে তুলে ধরবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এ কথা জানান।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের চালানো গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সম্প্রতি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এজন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ এ প্রতিবেদন প্রকাশ করায় আমরা আনন্দিত। এটি কোনো সহজ কাজ ছিল না। তার পরও সময়মতো এটি প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান, আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিষয়ক প্রতিবেদনটি সদস্য দেশগুলোকে অবহিত করবেন।

এসময় প্রধান উপদেষ্টা ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ পণ্ড করতে চালানো ক্র্যাকডাউন এবং জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ঘোষিত রায় পরবর্তী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মমতাসহ বিগত সরকারের শাসনামলের বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ড নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম