ঢাবিতে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’। মঙ্গলবার রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসাবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসাবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসাবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জালালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সব কার্যক্রম চলমান রাখব। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। এখন সময় এসেছে সবাই একত্রিত হয়ে কাজ করার।’
সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘জাতীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর দেখা যায়নি। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মনমতো কাজ করতে পারে না। আমাদের এই সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পালটাতে চাচ্ছি। আমাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণ ও ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে। আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করব। সেই লক্ষ্যেই কাজ শুরু করলাম।’