Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দুর্গাপূজার নিরাপত্তা

৩২ হাজার মণ্ডপে আজ থেকে থাকবে দুই লাখ আনসার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপন উপলক্ষ্যে সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে প্রশিক্ষণপ্রাপ্ত ২ লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। শনিবার খিলগাঁওয়ের আনসার সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান।

মহাপরিচালক বলেন, পূজার মূল অনুষ্ঠান শুরুর আগেই রোববার থেকে দুদিন, বিশেষ বিবেচনায় ‘অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ)’ ও ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) মণ্ডপের মধ্য থেকে মোট ১৫ হাজার ৩২টিতে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হবে। এছাড়া ৬৪ জেলায় যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন আনসারদের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবে। এসব স্ট্রাইকিং ফোর্স টিম রোববার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট ৮ দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে পূজামণ্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল প্রতিটি মণ্ডপে সিসিটিভি কভারেজ থাকতে হবে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সব মণ্ডপে আয়োজকরা সে ব্যবস্থা করেননি। যেসব মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা নেই, সেসব স্থানে আমাদের আনসার সদস্যরা আরও নিবেদিত থাকবে, যাতে কেউ যেন সুযোগ নিয়ে উৎসবকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এবার আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি জেলায় আনসারের মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে। কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পেলে যাতে সঙ্গে সঙ্গে গিয়ে মোকাবিলা করতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম