Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কুড়িলে বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রতিবাদ করায় যুগান্তর সাংবাদিককে মারধর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর কুড়িলে মোটরবাইক ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক গাজী সাদেক আহত হয়েছেন। তিনি দৈনিক যুগান্তরের সহসম্পাদক। ঢাকার প্রগতি সরণি সড়কের কুড়িল বিশ্বরোড় এলাকায় প্রগতি ফিলিং স্টেশনের সামনে শুক্রবার রাত সোয়া ১০টায় ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাদেক প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টায় ভাটারা থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজী সাদেক কর্মস্থল যুগান্তরের অফিস থেকে শুক্রবার রাতে বেরিয়ে কুড়িল বিশ্বরোড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন। ফ্লাইওভার দিয়ে উলটোপথে আসা সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েক পথচারী এ ঘটনার প্রতিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করেন। মোটরসাইকেল আরোহী চলে গেলে দুর্বৃত্তরা অটোরিকশায় থাকা রড-লাঠি নিয়ে সাদেকের ওপর হামলা চালায়। এ সময় এক পথচারী ভিডিও ধারণ শুরু করলে দুর্বৃত্তরা সাদেককে এলোপাতাড়ি পিটিয়ে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। ভিডিও ধারণকারী মো. আমানুল্লাহ বলেন, মোটরসাইকেলচাপা দেওয়ার প্রতিবাদ করায় অটোরিকশায় থাকা যাত্রীরা ওই সাংবাদিক ও আমার ওপর চড়াও হয়। আমার কাছে মনে হয়েছে তারা সংঘবদ্ধ অপরাধী চক্র। মোটরসাইকেল ছিনিয়ে নিতে না পেরে আমাদের ওপর হামলা চালিয়েছে। পরে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে। আহত গাজী সাদেক বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছে। অটোরিকশায় রড-লাঠিসহ অস্ত্রশস্ত্র ছিল বলে তাদের কথোপকথনে আমি বুঝতে পেরেছি। একজন পথচারী ভিডিও ধারণ না করলে তারা আমাকে মেরে ফেলত। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম