Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

৬ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৬ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার মধ্যেই ২৪ ঘণ্টায় শনাক্তের হার ফের ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। গত একদিনে এ শনাক্তের হার বেড়ে হয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ, যা আগের দিন ছিল ৪ দশমিক ১৪ শতাংশ।

গত কয়েক মাস এ হার ছিল ১ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করে ৬৮ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮০৯ জন হয়েছে।

মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জন। ২৪ ঘণ্টায় ২৯ জন করোনা পজিটিভ রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৫৭ জন।

সবশেষ ২৮ মার্চ দেশে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ৫৮ দিন করোনায় আর কারও মৃত্যু হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম