Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

একান্ত মুহূর্তে উত্ত্যক্ত করায় সৎভাইকে হত্যা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একান্ত মুহূর্তে উত্ত্যক্ত করায় সৎভাইকে হত্যা

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সময় কাটানোর সময় চলে আসতো সৎভাই সৌরভ (৭)। প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতো তাদের ব্যক্তিগত মুহূর্ত।

এতে বিব্রত ও বিরক্ত হতেন সৎভাই সানি ও তার স্ত্রী আয়েশা। পরে শাশুড়ি শিল্পী বেগমের পরামর্শে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট ভাইকে হত্যা করে একটি ড্রামে ভরে খাটের নিচে রেখে দেয়, রাতে সুযোগ বুঝে স্ত্রীর সহযোগিতায় বাড়ির পেছনে পরিত্যক্ত কচুর ঝোপে ফেলে দেয়।

২ দিন পর পাওয়া যায় সৌরভের লাশ। ঘটনার ১ দিনের মধ্যেই এই নৃশংস হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এসব তথ্য প্রকাশ করেন।

এর আগে, বৃহস্পতিবার বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকা থেকে সৌরভের লাশটি উদ্ধার করা হয়। পরে বন্দর থানায় নিহত শিশু সৌরভের মা-বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলো নিহত সৌরভের সৎভাই সানি মিয়া (১৯), তার স্ত্রী আয়শা আক্তার (১৮) ও শাশুড়ি শিল্পী বেগম (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা নিহত সৌরভের মা কুলসুম বেগম ও মামলার বরাতে জানান, মঙ্গলবার সকাল ৯টায় ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু সৌরভ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মসজিদের মাইকিং করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জানন, এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাই, ভাইয়ের স্ত্রী, ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধ স্বীকার করে। তারা জানায়, বিবাহিত জীবনে ব্যক্তিগত মুহূর্তের সময় উত্ত্যক্ত করার কারণে পরিকল্পিতভাবে সৌরভকে হত্যা করে।

নিহত শিশুর পিতা সালাউদ্দিন মিয়া বলেন, আমার সন্তানকে ওরা এভাবে হত্যা করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমরা এই খুনের বিচার চাই, ফাঁসি চাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম