
প্রতি বছরের মতো এবারও ঈদ মৌসুমে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড মেট্রো ফ্যাশন তাদের পোশাকে এনেছে বৈচিত্র্য। পোশাকগুলো আরামদায়ক হওয়ায় ঘরে-বাইরে সব জায়গায়, সব উৎসবে মানানসই।
মেট্রো ফ্যাশনের পোশাকের ডিজাইনগুলো সবার চোখে পড়ার মতো। রয়েছে ডিজাইনে নতুনত্ব। ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে প্রচুর কালেকশন রয়েছে। সব পোশাকে রঙের ভিন্নতা প্রাধান্য পাচ্ছে।
গরমের কথা মাথায় রেখে আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে পোশাকগুলো।
আধুনিক রুচিশীল মানুষের পছন্দের ব্র্যান্ড মেট্রো ফ্যাশন যমুনা ফিউচার পার্কে অবস্থিত। এবারের ঈদ কালেকশনে থাকছে সারারা, গারারা, লং গাউন, স্কার্ট থ্রি-পিস, ড্রেপ স্কার্ট, লং কাপ্তান, ক্রেপ সিল্ক থ্রি-পিস ইত্যাদি। পোশাকের ডিজাইনগুলো করা হয়েছে সিমার, অরগাঞ্জা ও সিল্কের ওপরে। এছাড়া আছে পাঞ্জাবি, পায়জামা, সিঙ্গেল ওড়না, ব্যাগ, মেকআপ বক্স ও জুয়েলারি ও শিশুদের পোশাক। মেট্রো ফ্যাশনের পোশাকে মিশে আছে আভিজাত্যের ছাপ।
ঠিকানা
Showroom 1 : Zone : B, Shop No : G B 08
Showroom 2 : Zone : D, Shop No : G D 12
Jamuna Future Park (Ground Floor),
Ka-244, Progati Sarani, Baridhara, Dhaka-1229