উত্তরার রসনা ও বিনোদনপ্রেমীদের জন্য এক নতুন চমক নিয়ে উপস্থিত মাসকট প্লাজায় শুরু হলো শেফ’স অ্যাভেনিউর। এখানে কালিনারি হাবে বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের সঙ্গে আকর্ষণীয় বিনোদনের নানা আয়োজন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফ’স অ্যাভেনিউ-এর চেয়ারম্যান জারিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জামিরুল চৌধুরী, পরিচালক জাইমুল চৌধুরী, ক্যাপ্টেন জহিরুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী নুসরাত করিম তনিমা। এ ছাড়া, আমন্ত্রিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, সাংবাদিক, জনপ্রিয় ফুড ব্লগার ও সেলিব্রিটিরা। মিষ্টিপ্রেমীদের জন্য রয়েছে ফ্রেশ ডোনাটের অসাধারণ কালেকশন, নানা ফ্লেভার ও টপিংসসহ। লাহোরি নিহারি ঢাকায় পাবেন মৃদু আঁচে রান্না করা মুখরোচক পাকিস্থানি নিহারি ও সুস্বাদু কাবাব। জ্যাবস অ্যান্ড শ্যাবস কিচেনে বৈশ্বিক ফিউশন ফ্লেভার মিলবে। কন্টিনেন্টাল খাবারের পাশাপাশি অন্যান্য স্বাদের উপস্থিতি উপভোগ করা যাবে।