বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল (৫৮) আর নেই। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তফা কাজল প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিনে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে তিনি ভুগছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
মোস্তফা কাজলের প্রথম নামাজে জানাজা বাদ আসর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে দ্বিতীয় জানাজা এবং বাদ এশা মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানে তার লাশ দাফন করা হয়।