সিলেটে বাস-অটো সংঘর্ষে দুই ভাই নিহত
মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের * রাজধানী ছয় স্থানে শ্রমিক ও ব্যবসায়ীসহ ঝরল আরও ৯ প্রাণ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সিলেটে বাস-অটো সংঘর্ষে দুই ভাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে জালালাবাদ থানার বলাউড়ায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ছয় স্থানে আরও ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে কলেজ শিক্ষার্থী, জামালপুরে চালকসহ তিনজন, রাজবাড়ীতে শ্রমিক, দিনাজপুরে ব্যবসায়ী, মুন্সীগঞ্জে যুবক এবং রাজশাহীতে দুই মোটরসাইকেল আরোহী রয়েছেন। ট্রাক-কার সংঘর্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ তিনজন আহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী আরাফাত উদ্দিনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত নারায়ণগঞ্জের আদমজী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ডেমরার বামৈইল এলাকায় থাকতেন।
সিলেট : নিহতরা হলেন-জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ ও একই গ্রামের আব্দুল বারির ছেলে অটোচালক সালেক। তারা সম্পর্কে চাচাতো ভাই। রাত ১০টার দিকে ওই স্থানে যাত্রবাহী বাসের সঙ্গে অটোর সংঘর্ষ হয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
রাজশাহী : ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত আরোহীরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই এলাকার চাঁদশিকারী খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। শনিবার দামকুড়া থানার হরিপুর এলাকার কালুর ডাইং সাদেকুলের বাড়ির সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর : নিহতরা হলেন-ট্রাকচালক জুয়েল আকন্দ কালু, মোটরসাইকেল আরোহী শাওন ইসলাম এবং ব্যবসায়ী আনছু খান। শুক্রবার রাতে জামালপুর-টাঙ্গাইল সড়ক ও শনিবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কে এসব দুর্ঘটনা ঘটে। জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে জুয়েল, বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন আর আনছু স্থানীয় মাধুর বাজার এলাকার মৃত মুছা খানের ছেলে।
গোয়ালন্দ (রাজবাড়ী) : বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান শ্রমিক জাহিদুল সরদার। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। জাহিদুল পাশ্বর্বর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গাজীপাড়ার রুস্তম সরদারের ছেলে।
বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আজাহার আলী নিহত হয়েছেন। আজাহার উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে। শনিবার উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের প্রেমবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে শ্বশুরবাড়ি বেড়াতে এসে অটো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন যুবক সেন্টু ঘোষ। শনিবার উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেন্টু ঢাকার নবাবগঞ্জ উপজেলার কইলাইল ইউনিয়নের কইলাইল গ্রামে সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাতা।
কমলনগর (লক্ষ্মীপুর) : শনিবার দুপুরে উপজেলার রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।