Logo
Logo
×

খবর

বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী ২ ভাইয়ের

স্বেচ্ছাসেবক দল নেতাসহ নয় স্থানে নিহত আরও ১০

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী ২ ভাইয়ের

চাঁদপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই প্রাণ হারিয়েছেন। তারা চাচাতো বোনের বিয়ে উপলক্ষ্যে ইতালি থেকে দেশে এসেছিলেন। সোমবার রাতে উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নয় স্থানে দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে দুই ব্যবসায়ী, রাজশাহীতে শিক্ষার্থী, ফরিদপুরে গৃহবধূ, দিনাজপুরে আরোহী, জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা, রংপুরে অটোযাত্রী, মৌলভীবাজারে তরুণ এবং টাঙ্গাইল ও গাইবান্ধায় দুই যুবক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : দুর্ঘটনায় রাজধানীর এলিফ্যান্ট রোড ও মালিবাগে নিহত ব্যবসায়ীরা হলেন-পলাশ মোল্লা ও আব্দুল মান্নান। মঙ্গলবার মালিবাগ চৌধুরীপাড়া শহিদী মসজিদের ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী পলাশ নিহত হন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহহাটি গ্রামের মৃত আক্তার মোল্লার ছেলে। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে থাকতেন তিনি। এছাড়া এদিন এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মান্নান প্রাণ হারান। তিনি এলিফ্যান্ট রোড বিএস ভবনের প্যান্টাগন টেইলার্সের মালিক। মান্নানের গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। বর্তমানে তিনি জিগাতলা ট্যানারি মোড় এলাকায় থাকতেন।

চাঁদপুর : নিহতরা হলেন-পুরানবাজার মেরকাটিজ রোডের দেওয়ান কুটিরের আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার সেলিম মিয়ার ছেলে নিলয়। তারা ১১ ফেব্রুয়ারি দেশে আসেন। সোমবার রাতে ওই স্থানে তারা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। 

রাজশাহী : মোহনপুর উপজেলায় ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী আবুল বাসার নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাসার মোহনপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ফরিদপুর : সদর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ ইতি বেগম নিহত হয়েছেন। সোমবার উপজেলার ডোমরাকান্দি এলাকার কৃষিকলেজ সংলগ্নস্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইতি ডোমরাকান্দি গ্রামের বাসিন্দা জহর আলীর স্ত্রী।

হাকিমপুর (দিনাজপুর) : ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী বৃদ্ধ আব্দুল বাকীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাকী উপজেলার মারুপাড়া এলাকার মৃত আব্দুল কাফির ছেলে। 

জয়পুরহাট : পাঁচবিবিতে মোটরসাইকেল-অটো সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম নাসির বিপ্লব নিহত হয়েছেন। সোমবার উপজেলার ফিসকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব উপজেলার মধ্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী যুবক আব্দুল জলিল প্রাণ হারিয়েছেন। সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জলিল সৈয়দপুর উপজেলার মুশরুত ধুলিয়া গ্রামের বাসিন্দা। 

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত তরুণ ফাহাদ মনসুর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফাহাদ পৌরসভার ৫নং ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে। সোমবার বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজার মেইন রোডে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। 

মধুপুর (টাঙ্গাইল) : বাস-অটো সংঘর্ষে যুবক বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার চাকথহ সরদার বাড়ির জাহেদ আলীর ছেলে। মঙ্গলবার ধনবাড়ীর নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : পলাশবাড়ীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মঙ্গলবার যুবক জয়ন্ত কুমার রায়ের মৃত্যু হয়েছে। জয়ন্ত লালমনিরহাটের কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ধরনি কান্তের ছেলে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম