Logo
Logo
×

খবর

চিকিৎসকের অবহেলায় সন্তানসহ প্রসূতির মৃত্যু

বগুড়ার এনাম ক্লিনিক ভাঙচুর

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়া শহরের একটি ক্লিনিকের চিকিৎসক উম্মে সালমা জান্নাতী ও অন্যদের অবহেলায় গর্ভের সন্তানসহ রোখসানা আকতার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। প্রসূতির বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সাইনবোর্ড ও দরজা ভাঙচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোকসানার ভাই সাফিউল ইসলাম বলেন, রোখসানা সারিয়াকান্দি উপজেলার মথুরাপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। তিনি প্রসবজনিত কারণে এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনি সার্জন ডা. উম্মে সালমা জান্নাতীর কাছে চিকিৎসা নেন। শনিবার বেলা ১১টায় তার প্রসব ব্যথা ওঠে। তখন তাকে ওই ক্লিনিকে নেওয়া হয়। সাফিউল ইসলাম আরও বলেন, তার বোনকে ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে চিকিৎসক আসেন। তখন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে অন্যত্র নিতে পরামর্শ দেওয়া হয়। পরে রোখসানা আকতারকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক গর্ভের সন্তানসহ প্রসূতিকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, চিকিৎসক ও ক্লিনিকের স্টাফদের অবহেলায় বাচ্চাসহ তার বোনের অকাল মৃত্যু হয়েছে। পরে রোখসানার স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন।

বগুড়ার সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, অভিযোগ পেলে ও অভ্যন্তরীণ তদন্তে সত্যতা মিললে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম