Logo
Logo
×

খবর

নিয়োগ বাণিজ্য

গোবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিয়োগ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এজাহারে আসামিদের বিরুদ্ধে সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তার ১৬টি শূন্য পদের বিপরীতে ২০ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন-বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্য প্রফেসর ড. মোশার্রফ আলী, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান ও সেকশন অফিসার শারমিন চৌধুরী।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬টি শূন্য পদের স্থলে আসামি শারমিন চৌধুরীসহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম