Logo
Logo
×

খবর

সিংড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটোরের সিংড়ার কান্তনগরে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। আহত বিএনপিকর্মী সায়বর আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও কর্মী ইউনুছ আলীকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপিকর্মী তাহের আলী ও আওয়ামী লীগ কর্মী রাজিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেন বলেন, পূর্ববিরোধের জেরে তার ভাই ইউনুছ আলীর ওপর হামলা চালানো হয়েছে। তাদের পক্ষের একটি দোকান লুট করা হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিএনপিকর্মী তাহের আলী দাবি করেন, কান্তনগর গ্রামে তারা অল্প কয়েক ঘর বিএনপি করেন। তাদের গ্রামছাড়া করতেই এই হামলা হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষের ঘটনা। কেউ থানায় অভিযোগ করেনি, করলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম