
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম
বাস উলটে প্রাণ গেল বরযাত্রীর
বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে
নানি-নাতনিসহ ১০ স্থানে সড়কে নিহত আরও ১৭

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
নববধূ নিয়ে বাসে বরিশাল থেকে ফিরছিলেন রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লির জয় কুমার দাস। ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে তিনটি বাসের একটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে প্রাণ হারান বরযাত্রী মূর্তি রানী দাস। এছাড়া ১০ স্থানে নিহত হয়েছেন আরও ১৭ জন। তাদের মধ্যে রাজধানীতে শিক্ষার্থীসহ দুজন, গাজীপুরে শিশু, দিনাজপুরে নানি-নাতনিসহ চারজন, মাগুরায় যুবকসহ তিনজন, রংপুর ও ময়মনসিংহে দুই বৃদ্ধ, সুনামগঞ্জে মোটরসাইকেল চালকসহ দুজন, ফরিদপুরে নারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পথচারী ও মুন্সীগঞ্জে ব্যবসায়ী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : নিহতরা হলেন-শিক্ষার্থী মাহমুদ বাবু ব্যাপারী ও কাঠমিস্ত্রি যুবক রিংকু। শুক্রবার যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় প্রাণ হারান রিংকু। রিংকু সানারপাড়ে টিনশেড ভাড়া বাসায় থাকতেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার কালিকুড়ি গ্রামের আ. আলীমের ছেলে। অন্যদিকে ডেমরায় সুলতানা কামাল ব্রিজে মোটরসাইকেল আরোহী মাহমুদ দুর্ঘটনার কবলে পড়েন। মাহমুদ উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামের বোরহান ব্যাপারীর ছেলে। বর্তমানে মিরপুর এক নম্বরে থাকতেন।
টঙ্গী পূর্ব (গাজীপুর) : টঙ্গীতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে শিশু রেজাউল করিমের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এরশাদনগর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রেজাউল এরশাদনগর ৩নং ব্লকের আল-আমিন হোসেনের ছেলে।
রাজবাড়ী : ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মূর্তি রাজবাড়ী সদরের বিনোদপুর মহল্লার দিলু কুমার দাসের স্ত্রী। মূর্তির মৃত্যুতে মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। বাতিল করা হয় বৌভাতের অনুষ্ঠান। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পাংশায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানযাত্রী শিশু ইসরাত জাহানের মৃত্যু হয়েছে। পাংশা পৌরসভার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসরাত উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের মনিরুজ্জামান দুলালের মেয়ে।
দিনাজপুর : কাহারোল উপজেলার পূর্ব সাদীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত হয়েছেন নানি নারগিস বেগম ও নাতনি হুমায়রা। একই দিন ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন কিশোর সিয়াম। সিয়াম ফুলবাড়ী উপজেলার পলি শিবনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। নারগিস দিনাজপুর সদর উপজেলার হীরাহার এলাকার শরিফুল ইসলামের স্ত্রী এবং হুমায়রা একই উপজেলার রামডুবি এলাকার শুভ ইসলামের মেয়ে। পার্বতীপুরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতনামা ব্যক্তি।
ফরিদপুর : সদরপুর উপজেলায় ট্রলি-মাহেন্দ্র সংঘর্ষে বৃদ্ধ শামসুল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজারে এ দুর্ঘটনা ঘটে। শামসুল মাগুরা সদর উপজেলার মাইশাডাঙ্গী গ্রামের মৃত ইচালউদ্দিনের ছেলে।
মাগুরা : নিহতরা হলেন-যুবক সজীব আহমেদ, শিশু মরিয়ম ও বৃদ্ধ মতিউর রহমান। শনিবার সকালে শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে রাস্তা পারের সময় দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মুরাদ বিশ্বাসের মেয়ে মরিয়ম। শুক্রবার মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী সজীবের মৃত্যু হয়। একই রাতে মাগুরা শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনালের সামনে রাস্তা পারের সময় নিহত হন পথচারী মতিউর। তিনি চুয়াডাঙ্গার বেস্টপুর গ্রামের করিম মন্ডলের ছেলে।
কাউনিয়া (রংপুর) : অটোর ধাক্কায় বৃদ্ধ জনাব আলী মারা গেছেন। তিনি কুর্শা ইউনিয়নের গদাধর গ্রামের মৃত্যু নুর বকস্ আলীর ছেলে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে।
ধর্মপাশা ও দিরাই (সুনামগঞ্জ) : লরিচাপায় শিশু লাবিব মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বালিজুড়ী গ্রামের কৃষক কামাল মিয়ার সন্তান। এদিকে অটো-মোটরসাইকেল সংঘর্ষে চালক মোবারক হোসেন নিহত হয়েছেন। শনিবার সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লৌলারচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া : পিকআপচাপায় পথচারী যুবক ইমাম হোসেন নিহত হয়েছেন। শনিবার চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মীরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।
ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরে গাড়িচাপায় বৃদ্ধ শমসের আলীর মৃত্যু হয়েছে। শমসেরের বাড়ি ফুলপুর পৌরসভার দিউ গ্রামে। তিনি বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী জামাল শেখের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলা মাসুরগাঁর পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।