শিক্ষক ও শিক্ষার্থীসহ সড়কে ঝরল ১২ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হয়েছেন। রোববার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জে নারীসহ দুজন, চট্টগ্রামে দুই শ্রমিকসহ তিনজন, শেরপুরে ইমাম, সিলেটে শিক্ষার্থী, নরসিংদীতে প্রকৌশলী, মৌলভীবাজারে মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহে যুবক এবং গাজীপুর ও রংপুরে দুই শিক্ষক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) : উপজেলার মেঘনা সেতু এলাকায় অ্যাম্বুলেন্স-অটো সংঘর্ষে বৃদ্ধ আছিয়া খাতুন মারা গেছেন। অটোটি সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে মুন্সীগঞ্জের গজারিয়া যাচ্ছিল। রোববার বিকালে এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কা বৃদ্ধ মোহন মিয়া নিহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে প্রো-অ্যাকটিভ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহন চট্টগ্রামের বাসিন্দা মৃত মোহাব্বত আলীর ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহতরা হলেন-নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে শ্রমিক খোকন ও সদর উপজেলার শ্রমিক রানা। অপর দুর্ঘটনায় নিহত হয়েছেন ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে বৃদ্ধ তাইজুদ্দিন। রোববার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এস কে এম জুট মিল গেট এলাকায় ও উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
শেরপুর : নকলায় বাসের ধাক্কায় ইমাম উসমান গণি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নকলা পৌরসভার কুর্শা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গণি নকলা এলাকার কুর্শা বাদাগৈড় মহল্লার প্রয়াত আমজাদ আলীর ছেলে।
জকিগঞ্জ (সিলেট) : বাসের ধাক্কায় শিক্ষার্থী আবির আহমদ মারা গেছেন। রোববার সকালে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আবির বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
বেলাব (নরসিংদী) : বেলাবতে দুর্ঘটনায় উপজেলার উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা সুজন নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। রোববার দুপুরে উপজেলার বটেশ্বর এলাকায় লরি চাপায় তিনি প্রাণ হারান।
বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী রুবেল আহমদ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার তালিমপুর এলাকায় কুলাউড়া-চান্দগ্রাম অব্জলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কায় যুবক অনয়নের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এদিন বিকালে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া ময়নার মোড় এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
কাপাসিয়া (গাজীপুর) : বাসচাপায় কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক নিহত হয়েছেন। রোববার ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সুলতান উদ্দিন মোক্তারের ছেলে।
গংগাচড়া (রংপুর) : গঙ্গাচড়ায় দুর্ঘটনায় দক্ষিণ কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলিপ কুমার মহন্ত নিহত হয়েছেন। শনিবার রাতে গঙ্গাচড়ার মৌলভীবাজার সংলগ্ন পান্নুর মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।