Logo
Logo
×

খবর

একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: নুরুল হক

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না, সবার সমতা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গরুর বাজার, সবজির বাজার, ট্রাকস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল এবং চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে। আমরা আর সেটা দেখতে চাই না। গত ১৫ বছরে তারা দেশটিকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে এদেশে অন্য কারও থাকার অধিকার নেই। আমাদের ত্যাগের বিনিময় আজ দেশ স্বাধীন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আমতলী উপজেলা নতুন বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি এ কথা বলেন।

বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন আমতলী উপজেলা আহ্বায়ক সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জামাল সিকদার সৈকত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম