Logo
Logo
×

খবর

মিয়ানমারে বোমা বর্ষণ

টেকনাফের ২৫টি বাড়ির মাটির দেওয়ালে ফাটল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেকনাফের ২৫টি বাড়ির মাটির দেওয়ালে ফাটল

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর কেন্দ্র করে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত তিন দিন ধরে মিয়ানমারের আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছে এবং সেই সঙ্গে চলছে মুহুর্মুহ বোমা বর্ষণ। এতে বাংলাদেশের টেকনাফের সীমান্তবর্তী টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামের অন্তত ২৫টি বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী।

সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরীফ বলেন, ‘মিয়ানমারের বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা প্রায় প্রতিদিনই কাঁপছে। মঙ্গলবার রাতের বিকট বিস্ফোরণের ফলে আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেওয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মর্টার শেলের বিকট শব্দে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে।’ আছারবুনিয়া এলাকার সমাজ কমিটির সভাপতি রফিক উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে বোমার শব্দে সেমিপাকা টিনশেড ও মাটির দেওয়ালের ঘরগুলোতে বড় বড় ফাটল ধরেছে। এসব ঘরে এখন বাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, সোমবার ভোর থেকে সীমান্তের ওপার থেকে টানা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। আকাশে যুদ্ধবিমানের চক্করও দেখা যাচ্ছে। সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বিকট বিস্ফোরণের শব্দ অব্যাহত ছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ‘স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম