Logo
Logo
×

খবর

পর্যটকশূন্য খাগড়াছড়ি লোকসানে ব্যবসায়ীরা

Icon

সমির মল্লিক, খাগড়াছড়ি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাম্প্রতিক সহিংসতার কারণে খাগড়াছড়ির পর্যটনে বড় ধাক্কা লেগেছে। ১৯ সেপ্টেম্বরের পর থেকে খাগড়াছড়িতে পর্যটক আসেনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন খাতে অচলাবস্থা কাটবে না বলে মত পর্যটন ব্যবসায়ীদের।

খাগড়াছড়ি আবাসিক হোটেল সমিতির সাধারণ সম্পাদক ও হোটেল গাইরিংয়ের স্বত্বাধিকারী অন্তত বিকাশ ত্রিপুরা বলেন, ‘পাহাড়ে সহিংসতার পর কোনো পর্যটক আসেনি। সামনে পূজার ছুটিতে তিনদিনের বন্ধ ছিল। কিন্তু আমাদের হোটেলসহ অন্য আবাসিক হোটেলে কোনো কক্ষ বরাদ্দ হয়নি। অর্থ্যাৎ এ অবস্থায় কোনো পর্যটক আসবে না। খাগড়াছড়ি পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। এখানে পর্যটনের সঙ্গে পরিবহণ শ্রমিক, কৃষিখাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটক সমাগম বাড়লে পাহাড়ে উৎপাদিত ফলসহ কৃষি পণ্যের চাহিদাও বাড়ে। অথচ এখন বিপরীত চিত্র।’

তিনি আরও বলেন, ‘খাগড়াছড়ি জেলা সদরে আবাসিক হোটেলের সংখ্যা প্রায় ৩৫। এর মধ্যে খাগড়াছড়ি আবাসিক হোটেল সমিতির অন্তর্ভুক্ত ২টি হোটেল। পর্যটক না আসায় হোটেল মালিকদের দৈনিক ক্ষতি অন্তত ২৫ লাখ টাকা। সে হিসাবে ইতোমধ্যে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’

সারা বছর মুখরিত থাকলেও বর্তমানে পর্যটকশূন্য খাগড়াছড়ি। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র

আলুটিলা, রিসাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ প্রতিটি পর্যটন কেন্দ্রে কোনো পর্যটক নেই। সাম্প্রতিক সময়ে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে চলা সহিংসতা এবং পরবর্তী অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে। খাগড়াছড়ির প্রধান পর্যটনের কেন্দ্র আলুটিলা সবসময় পর্যটকে মুখরিত থাকে অথচ এখন ভিন্ন চিত্র। সুনসান নীরবতা।

খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সহসভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘পাহাড়ের বিরাজমান পরিস্থিতির কারণে খাগড়াছড়ি পর্যটক শূন্য হয়ে পড়েছে। এখানে দীর্ঘ সময় পর্যটক-নির্ভর ব্যবসা চলছে। আমরা অচিরেই শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রত্যাশা করি।’

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, আয় না থাকায় কর্মচারীদের বেতন দিতে পারছি না। চলমান অস্থিরতা কেটে গেলে আবারও এ খাত চাঙা হবে বলে আশা।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন তেমন একটা পরিবেশ আমরা তৈরি করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম