Logo
Logo
×

অল্পকথা

খাল উদ্ধার অভিযান সফল হোক

Icon

অলিউর রহমান ফিরোজ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামনে বর্ষা মৌসুম। তাই তড়িঘড়ি করে চলছে ঢাকার আশপাশের খাল উদ্ধার ও খননের কাজ। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তার প্রচেষ্টা যে বর্তমান সময়ের জন্য দৃষ্টান্তমূলক, তা বলার অপেক্ষা রাখে না। তবে খাল খনন কাজের সঙ্গে যারা জড়িত, তাদের অতি উৎসাহী কিছু ভূমিকা যাতে সুন্দর কাজকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য যথেষ্ট সতর্কতা প্রয়োজন। আমাদের দেশে খনন কাজে অনিয়মের অন্ত নেই। এ খাতে লুটপাট হয় হিসাব ছাড়া। এদিকে খেয়াল রাখা জরুরি।

বর্ষার আগে যদি ঢাকার আশপাশের ১৯ খাল উদ্ধার করা যায় এবং তাতে পানি প্রবাহিত করা হয়, তাহলে রাজধানীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা যায়। খাল উদ্ধার ও খননের পাশাপাশি ড্রেন ও কালভার্টগুলোও যদি পরিষ্কার করা হয়, তাহলে সড়কের পানি দ্রুত গতিতে নেমে যেতে পারবে। গত সরকারের আমলে বিপুল অঙ্কের টাকার খাল ও নদী খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং তাতে বারবার সময়ক্ষেপণ এবং প্রকল্পের খরচ বাড়িয়ে লুটপাট করা হয়েছিল। তাই ঢাকা শহর সামান্য বৃষ্টিতেই নদীর রূপ ধারণ করত। তবে বর্তমানে কাজের ধরন ও পরিস্থিতি ভিন্ন। তাই খাল খনন ও উদ্ধার কাজে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। কারও জন্য যেন কাজের চলমান ধারা বাধাগ্রস্ত না হয়।

এক্ষেত্রে নগরবাসীরও দায়িত্ব রয়েছে বলে মনে করি। অনেকেই খালগুলোকে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত করেছেন। তারা তাদের বাড়ির সব ধরনের ময়লা খালে নিক্ষেপ করেন। আবার সড়কে চলতে গিয়ে পানির বোতল ও পলিথিনের ব্যাগ ফেলে ড্রেনের পানি চলাচল বন্ধ করে দেন। তারা যদি নিজেরাই সচেতনতার পরিচয় দিতে না পারেন, তাহলে বিপুল অঙ্কের টাকা খরচ করার পরও ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে না। তাই বলব, বর্ষা মৌসুম আসার আগেই সব দপ্তরের সমন্বয়ে এবং নগরবাসীর অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে ঢাকার প্রাণ ফিরিয়ে আনতে হবে। এর ফলে বর্ষা মৌসুম থাকবে জলাবদ্ধতামুক্ত।

অলিউর রহমান ফিরোজ : প্রাবন্ধিক

mdf946889@gmail.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম