
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম

ফেরদৌস সালাম
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কখনো হইনি নত-সবখানে উঁচু রাখি শির
করতলে ধরা আছে পিপাসার্ত সমুদ্রের ঢেউ
নিবিড় সান্নিধ্যে এসো এই বুকে থাকবে না কেউ
তোমার ইচ্ছের কাছে নত হব রয়েছি অধীর।
ক্লান্তিহীন দীর্ঘ পথ হেঁটে গেছি ফারাক্কা মিছিলে
বসন্ত বন্দনা শেষে দরোজায় দাঁড়ায় বৈশাখ
ঘাট পঁইঠায় বসো বাজবেই রাহুমুক্ত শাঁখ
তিমির নিবিড় বনে রোদ খাবে অন্ধকার গিলে।
মেঘমুক্ত নীলাকাশ নক্ষত্রের ঈর্ষান্বিত আলো
মুক্তিযুদ্ধে প্রাপ্য দেশে স্বৈরতন্ত্র তোমাকে বিদায়
জনতাকে প্রশ্ন করো কারা তবু খুনিদের চায়
গণতন্ত্রে ন্যায়দণ্ড বঙ্গদেশে ফিরবেই ভালো।
অপ্রমত্ত ঝর্ণাজলে আমি চাই আনন্দ গহন
কখনো হইনি নত ঘরে তুলো সম্প্রীতির ধন।