
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দৈর্ঘ্য ১৫১ কিলোমিটার। এটি স্থানীয়ভাবে ‘আরাকান সড়ক’ নামে পরিচিত। যাত্রীবাহী ও পণ্যবাহীসহ এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ২০ থেকে ২৫ হাজারের মতো গাড়ি। এ সড়কের শুধু চট্টগ্রাম থেকে পটিয়া উপজেলার ক্রসিং পর্যন্ত চার লেনে উন্নীত করা হয়েছে। বাকি সড়ক দুই লেনের। এ কারণে এই সড়কে দীর্ঘ যানজট ও দুর্ঘটনা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত কয়েক দিনের মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জনের মতো নিহত এবং কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সড়কে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা গেছে, সড়কটি সরু এবং ওই এলাকায় বিপজ্জনক বাঁক রয়েছে। এছাড়া ট্রাকে লবণ পরিবহণ করার কারণে সড়কটি পিচ্ছিল থাকে। এসব কারণে দুর্ঘটনা ঘটে থাকে। এ অবস্থায় সড়কটিকে চার লেনে উন্নীত করা জরুরি হয়ে পড়েছে।
আব্দুল্লাহ নাজিম আল মামুন, কক্সবাজার