
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দেশে ঈদ এলেই যানবাহনের ভাড়া নিয়ে ভোগান্তি শুরু হয়। দূরপাল্লার বাস ও লঞ্চের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় পরিবহণ মালিকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করে। যদিও সরকার ভাড়ার সীমা নির্ধারণ করে দিয়েছে, তবে তা মানা হয় না। বিশেষ করে বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহন ঈদের একটি সাধারণ চিত্র। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সক্রিয়ভাবে নজরদারি করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের শাস্তির আওতায় আনতে হবে।
মোর্শেদা আক্তার ওয়েশ, শিক্ষার্থী, আইন বিভাগ, জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভেদরগঞ্জ, শরীয়তপুর