Logo
Logo
×

চিঠিপত্র

ভর্তি নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত হোক

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত বছরের ২৩ অক্টোবর নতুন করে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালার ৪.০ ধারায় উল্লেখ করা হয়েছে, প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫। সেক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানে অর্থাৎ যেখানে ক, খ ও গ শাখা আছে সেখানে শিক্ষার্থী সংখ্যা হবে সব মিলে ১৬৫। কিন্তু অধিকাংশ বড় প্রতিষ্ঠানে তিন শ্রেণি শাখা মিলেই ১৬৫ জনের স্থলে ২০০ থেকে ২৫০-এর অধিক শিক্ষার্থী ভর্তি করেছে; যার ফলে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাচ্ছে, যা মোটেও কাম্য নয়।

সুতরাং নতুন ভর্তি নীতিমালা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তদারকির ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

মো. মোশতাক মেহেদী

সহকারী প্রধান শিক্ষক

বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম