
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৯ এএম

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
রাজশাহীর বাগমারায় মসজিদে এশার নামাজ পড়া নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী এবং পরে গণপিটুনিতে সেই হত্যাকারী নিহত হয়েছেন। নিহতরা হলেন-নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মিঠু সরদারের ছেলে মাছ ব্যবসায়ী আকরাম হোসেন ওরফে আব্দুর রাজ্জাক এবং একই গ্রামের ঝড়ু প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে আত্রাই উপজেলাসংলগ্ন বাগমারার ঝিকরা ইউনিয়নের রনসিবাড়ী বাজারের একটি মসজিদে এশার নামাজ পড়া নিয়ে আকরাম হোসেন ও আমিনুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আকরাম নামাজ শেষে রনসিবাড়ী বাজারে একটি স্টলে বসে চা পান করছিলেন। এ সময় আমিনুল ইসলাম পেছন দিক থেকে এসে আকরামকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়ে কাছেই একটি বাড়িতে আশ্রয় নেয়। ছুরিকাঘাতে আকরাম ঘটনাস্থলেই মারা যান। এরপর বাজারের জনগণ হত্যাকারী আমিনুল ইসলামকে ওই বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঝিকরা ও যুগীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে আমিনুল ইসলামকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা মাত্র উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে গণপিটুনি দিয়ে তাকেও হত্যা করে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।